হাজারীবাগে বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগ থানার মহেশ্বর এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় আকলিমা আক্তার নিলু (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে সন্ধ্যায় নিহত ওই বৃদ্ধার ভাগনে বছিরুল হক (৪৮) ও ভাগনি শামীমা আক্তারকে (৫০) অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, আমরা দুপুর পৌনে একটার দিকে ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে আমরা আকলিমা আক্তার নিলু নামে এক বৃদ্ধার মরদেহ হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করি।
সন্ধ্যার দিকে নিহত নারীর ভাগনে বছিরুল হক ও ভাগনি শামিমা আক্তার অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ঘটনার মোটিভ আমরা এখনো ক্লিয়ার না। কী কারণে এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।
অসুস্থ দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হাজারীবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, হাজারীবাগ থেকে এনে দুজনকে ঢাকা মেডিকেলের ৭০১ ও ৭০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেছি।
এসএএ/এসএম