৬ নদীর পানিবণ্টন নিয়ে ঢাকা-দিল্লি বসছে জানুয়ারিতে

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল বৈঠকের পর দুদেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৫-৬ জানুয়ারি ভার্চুয়ালি বৈঠকটি অনুষ্ঠিত হবে।
পানিসম্পদ মন্ত্রণালয় এবং কূটনৈতিক সূত্র ঢাকাপোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছে।
নাম প্রকাশ না করার অনুরোধে পানিসম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ‘গত বছর ঢাকায় দুদেশের পানিসম্পদ সচিবদের বৈঠকে ছয়টি অভিন্ন নদী নিয়ে আলোচনা হয়েছিল। সেই তথ্য-উপাত্ত আমরা ভারতকে দিয়েছি। এখন বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।’
বৈঠকে মুহুরি, খোয়াই, ধরলা, দুধকুমার, মনু ও গোমতী এই ছয়টি অভিন্ন নদীর পানিবণ্টনের বিষয়ে আলোচনা হবে। তিন বছর পর দুদেশের মধ্যে জেআরসির এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে ছয়টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হয়। আলোচনায় দুই প্রধানমন্ত্রী এই ছয়টি নদীর সমস্যা দ্রুত সমাধানের তাগিদ দেন।
সেদিন দুই শীর্ষ নেতার সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, তিস্তা বাদে অন্য ছয় নদীর সমস্যার বিষয়ে খুব শিগগিরই বাংলাদেশ ও ভারত যৌথ নদী কমিশন বৈঠক করবে।
১৯৯৭ সাল থেকে অভিন্ন ছয় নদী নিয়ে আলোচনা করে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। এ নিয়ে নদীতে পানিপ্রবাহের তথ্য-উপাত্ত বিনিময় করে গেছে দুদেশ। গত বছরের শেষের দিকে দুদেশের সচিব পর্যায়ের বৈঠকের পরও নতুন করে হালনাগাদ তথ্য বিনিময় করা হয়েছে।
বৈঠকে ১৯৯৬ সালে হওয়া গঙ্গা পানিচুক্তি নিয়ে রুটিনমাফিক পানিবণ্টনের তথ্য-উপাত্ত বিনিময় করবে ঢাকা।
এনআই/এফআর