‘নির্বাচন কমিশন পুলিশ’ করার দাবি এমপি শামীমের

নির্বাচন কমিশনের জন্য পৃথক পুলিশ ও জনবল নিয়োগের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ও দলটির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনার সচিবালয়ের অর্থ বরাদ্দের প্রস্তাবের ছাঁটাইয়ের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হলেও নিজস্ব জনবল না থাকায় অনেক ক্ষেত্রে তাদের প্রশাসন নির্ভর হতে বাধ্য হয় এবং নির্বাচন কখনো কখনো প্রশ্নবিদ্ধ হয়। নির্বাচন কমিশনের দাঁত আছে, তারা দন্তহীন বাঘ না, তারা সুষ্ঠুভোট করতে পারে। এ আস্থার জায়গায় নিয়ে আসতে হবে। এই জন্য নির্বাচনী পুলিশ করা যেতে পারে। ইসির নিজস্ব কিছু পুলিশ থাকবে। দেশে টুরিস্ট পুলিশ আছে, শিল্প পুলিশ আছে। নির্বাচনী পুলিশও হতে পারে।
এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব কমিশন থেকে নিয়োগের অনুরোধ করেন এ সংসদ সদস্য।
এইউএ/এসএম