বাবা-ছেলের চোরাই সিএনজিচালিত অটোরিকশার ব্যবসা

চট্টগ্রামের হাটহাজারী থেকে ইফতেকার হাসান (১৮) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় একটি গ্যারেজ থেকে ৫টি অটোরিকশা জব্দ করা হয়।
রোববার (৩ জুলাই) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যে গ্যারেজ থেকে সিএনজিচালিত অটোরিকশাগুলো জব্দ করা হয়েছে সেই গ্যারেজটি চোরাকারবারি ইফতেকার হাসান ও তার বাবা বদিউল আলম বদি পরিচালনা করে আসছিল। জব্দকরা সিএনজিচালিত অটোরিকশাগুলো চোরাই। ইফতেকারের বাবা বদিউল আলম বদি চোরাই সিএনজিচালিত অটোরিকশা রাখার অপরাধে দুইমাস আগে গ্রেপ্তার হয়ে বর্তমানে জেল হাজতে আছেন। বদিউলের অবর্তমানে তার ছেলে ইফতেকার হাসান ব্যবসাটি পরিচালনা করে আসছিল।

র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, গত কিছুদিন ধরে চট্টগ্রামের হাটহাজারীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরির ব্যাপারে অভিযোগ আসছিল। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন লোকজন সিএনজিচালিত অটোরিকশা চুরির বিষয়ে সংবাদ দিত। ভুক্তভোগীদের এমন তথ্যের ভিত্তিতে চোরাই অটোরিকশা উদ্ধার ও জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য র্যাব-৭ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
পরে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার (২ জুলাই) হাটহাজারীর মুহুরীহাটের বটতল হযরত মোমেন শাহ সিএনজি গ্যারেজে অভিযান পরিচালনা করে ইফতেকার হাসানকে আটক করা হয়। তারপর গ্যারেজটি থেকে রেজিস্ট্রেশন নম্বর ছাড়া ৫টি সিএনজি উদ্ধার করা হয়।
কেএম/আইএসএইচ