ঢাকার বাণিজ্যিক ভবন পরিদর্শনে সমন্বিত পরিদর্শন টিম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বহুতল বাণিজ্যিক ভবনগুলো (মার্কেট ভবন) পরিদর্শন শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নেতৃত্বাধীন সমন্বিত পরিদর্শন টিম।
প্রাথমিকভাবে ১ হাজার ৭২টি ভবন পরিদর্শনের লক্ষ্যে ১১টি সমন্বিত পরিদর্শন ও পর্যবেক্ষণ টিম গঠন করা হয়েছে। এই পরিদর্শন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিডাকে সার্বিক সহযোগিতা দিচ্ছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)।
সোমবার (৪ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় অবস্থিত গুলশান পিংক সিটি শপিং কমপ্লেক্স এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অবস্থিত গাওছিয়া মার্কেটে যথাক্রমে সমন্বিত পরিদর্শন টিম-৬ এবং টিম-৯ এর পরিদর্শন শুরু করেছে। এই পরিদর্শন কার্যক্রম ৮২টি প্রশ্ন সংবলিত নতুন চেকলিস্টের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে।
রাজধানীর শ্রম ভবন থেকে পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে সমন্বিত পরিদর্শন টিমের সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডাইফ মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ।
ডাইফ মহাপরিদর্শক বলেন, প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত, বৈদ্যুতিক ও অগ্নি নিরাপত্তাসহ অন্যান্য ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করার লক্ষ্যে পরিদর্শকরা বহুতল বাণিজ্যিক ভবন (মার্কেট ভবন) কর্তৃপক্ষের সঙ্গে সহযোগী মনোভাব নিয়ে আন্তরিকতার সঙ্গে পরিদর্শন করবেন। পরিদর্শন রিপোর্টে যেন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও মার্কেটগুলোর সঠিক চিত্র প্রতিফলিত হয়, সেদিকে গুরুত্বারোপ করবেন। পরিদর্শন রিপোর্টের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
সমন্বিত টিমগুলোতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বিস্ফোরক পরিদপ্তর, এফবিসিসিআই, ডেসকো, ডিপিডিসি, রাজউক, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সদস্যরা কাজ করছেন।
এসএইচআর/জেডএস