চুরি করতে গিয়ে দেখে ফেলায় লাফ দিয়ে যুবক নিহত

রাজধানীর ডেমরায় পাঁচ তলায় চুরি করতে গিয়ে দেখা ফেলায় লাফ দিয়ে পালাতে গিয়ে নিচে পড়ে মো. রায়হান হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
জানতে চাইলে রায়হানকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা মো. সামি ঢাকা পোস্টকে বলেন, গভীর রাতে কোনোভাবে সে চুরি করতে আমাদের পাশের ভবনের পাঁচ তলায় উঠে। পরে চুরি করতে দেখে ফেলায় ভয়ে সে পাঁচ তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে ৯৯৯ এ ফোন দেওয়া হয়। এরপর আমরা তাকে উদ্ধার করে সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে সে মারা যায়। তবে কি চুরি করতে গিয়েছিল সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
সামি আরও জানান, ঘটনাটি ঘটেছে ডেমরার মধ্যশানার পাড় এলাকার মজুমদার ভিলায়।
এ বিষয়ে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা ঢাকা পোস্টকে বলেন, গভীর রাতে একটি ছেলে চুরি করতে পাঁচ তলায় উঠেছিল শুনেছি। পরে সেখান থেকে পড়ে সে গুরুতর আহত হয়। ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। আমাদের টিম কাজ করছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি সে চুরি করতে উঠেছিল। তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না সে কি কারণে সেখানে উঠেছিল।
এসএএ/এসএসএইচ