১৮০টি জুয়ার ওয়েবসাইট পরিচালনাকারী চক্রের একাধিক সদস্য গ্রেপ্তার

অনলাইনে ১৮০টি জুয়ার সাইট পরিচালনাকারী চক্রের একাধিক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৫ জুন) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, অনলাইনে ১৮০টি জুয়ার সাইট পরিচালনাকারী চক্রের একাধিক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে অনলাইনে জুয়া পরিচালানায় ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষেয়ে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
এমএসি/এনএফ