পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত ৮ তলা ভবনের কাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) ভার্চুয়ালি এ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৫ জুলাই) নতুন এই ভবন পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পরিদর্শন শেষে ড. মোমেন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত ভবন সম্পন্ন হওয়ায় মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর, উইং ও অন্যান্য শাখার জন্য স্থানসংকুলানের চাহিদা অনেকাংশে পূরণ হবে। আধুনিক সুবিধাবিশিষ্ট কর্মপরিবেশ নিশ্চিত করা যাবে।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
ড. মোমেন ভবনটির নির্মাণ কাজের বিভিন্ন পর্যায়ে কাজের অগ্রগতি দেখতে ইতোপূর্বে বেশ কয়েকবার আকস্মিক পরিদর্শন করেন এবং যথাসময়ে নির্মাণ কাজ সম্পন্নের জন্য আন্তরিকভাবে কাজ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন।
ভবনটি পরিদর্শনের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সাধারণ সেবা) মোহাম্মদ হজরত আলী খান, মহাপরিচালক (প্রশাসন) ডি এম সালাহ উদ্দিন মাহমুদ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনআই/ওএফ