৩ ওয়ান শুটারগান, পিস্তলসহ আটক ২

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই ২০২২, ১২:২৬ পিএম


৩ ওয়ান শুটারগান, পিস্তলসহ আটক ২

চট্টগ্রামের বাঁশখালী থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি পিস্তল, তিনটি ওয়ান শুটারগান ও আট রাউন্ড গুলিসহ দুই জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

মঙ্গলবার (৫ জুলাই) বাঁশখালী থানাধীন শিবদাম মার্কেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে দুই জনকে আটকের পর অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। 

আটক দুই জন হলেন- মো. মহিউদ্দিন (১৯) ও মো. মিরাজ উদ্দিন (২৮)। 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, জব্দ করা অস্ত্রগুলো তারা মাদক কেনাবেচার সময় বেকআপ দেওয়া, তাদের প্রতিপক্ষ মাদক কারবারীদেরকে ভয় দেখানো বা ফাঁসানো এবং এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করা হত। 

আসামি এবং উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কেএম/জেডএস

Link copied