ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু বৃহস্পতিবার

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই ২০২২, ০৫:১৬ পিএম


ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু বৃহস্পতিবার

ঈদের ছুটি শেষে ঘরমুখো মানুষের কর্মক্ষেত্রে ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। ঈদ পরবর্তী ৫দিনের অগ্রিম টিকিট দেওয়া হবে সোমবার (১১ জুলাই) পর্যন্ত। 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৮টা থেকে একযোগ ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ এবং কাউন্টার থেকে টিকিট প্রত্যাশীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। কাউন্টারে টিকিট বিক্রির শেষ সময় বিকেল ৪টা।

রেলওয়ের তথ্য মতে, ঈদের পর ১১ জুলাইয়ের টিকিটি ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিটি ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিটি ১১ জুলাই বিক্রি করা হবে।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে গত ১ থেকে ৫ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট (যাওয়া) বিক্রি করে রেলওয়ে। 

এমএইচএন/এসকেডি

Link copied