শেষ কর্মদিবসে সচিবালয়ে ছুটির আমেজ

সাপ্তাহিক ছুটি এবং ঈদের ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ঈদের আগে বৃহস্পতিবার (৭ জুন) তাই শেষ কর্মদিবস।
এদিকে শেষ কার্যদিবসে সকাল থেকেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছুটির আমেজও বিরাজ করতে দেখা গেছে। তবে উপস্থিতি অন্য দিনের তুলনায় কম দেখা গেছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান ঢাকা পোস্টকে বলেন, ঈদ উপলক্ষে তিন দিন ছুটি। এছাড়া সাপ্তাহিক একদিন ছুটি। ঈদের আগে আজ শেষ কর্মদিবস। এজন্য সবার মধ্যে ছুটির আমেজ দেখা যাচ্ছে।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী, ১ জুলাই জিলহজ মাস শুরু হয়েছে। ধর্মীয় হিসাব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। সে হিসাবে আগামী ১০ জুলাই সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৯ থেকে ১১ জুলাই (শনি থেকে সোমবার পর্যন্ত) তিন দিন সরকারি ছুটি। এর আগের দিন (৮ জুলাই শুক্রবার) সাপ্তাহিক ছুটি। ফলে চার দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
এসএইচআর/এসএসএইচ