মোহাম্মদপুরে কুপিয়ে জখম করা সেই যুবকের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করা রবিন (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
নিহত রবিনের মা কুলসুম বেগম ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলে আর দুনিয়াতে নেই। আমার ছেলের বুকে ও পিঠে একাধিকবার ছুরির আঘাত করেছিল তারা।
এ বিষয় জানতে চাইলে মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গত জুন মাসের ২৯ তারিখে পূর্ব শত্রুতার জেরে লপাড় বটতলা এলাকায় রবিনকে কয়েকজন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে সে প্রথমে নিজেই স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার্ড করে চিকিৎসক। পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান রবিন। আমরা সেখানে আমাদের একটি টিম পাঠিয়েছি।
তিনি আরও বলেন, একটি নারীকে নিয়ে এ ঘটনার কেন্দ্রবিন্দু। সেই ঘটনা থেকেই রবিনকে ছুরিকাঘাত করে তারা। পরে রবিনের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে এখনও আরও কয়েকজন পলাতক রয়েছে। এখন যেহেতু রবিন মারা গেছে সেহেতু ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।
এসএএ/আইএসএইচ