আধঘণ্টার ব্যবধানে বদলে গেল রেলওয়ের সিদ্ধান্ত

শিডিউল বিপর্যয় ও যাত্রীর চাহিদা বেশি থাকায় দ্রুতযান এক্সপ্রেসের শনিবার (৯ জুলাই) রাত ৮টা ও পঞ্চগড় এক্সপ্রেসের রাত ১০টা ৪৫ মিনিটের ট্রেনের যাত্রা বাতিলের ঘোষণা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু অল্প সময়ের ব্যবধানে সে ঘোষণা থেকে সরে আসে কর্তৃপক্ষ।
বেলা ১১টায় সাংবাদিকদের উদ্দেশে ব্রিফিং শুরু করেন কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।ব্রিফিংয়ের এক পর্যায়ে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, ঈদযাত্রায় বাড়িমুখী মানুষের চাপ বেশি। এই জনস্রোত ঠেকানো কঠিন। তাই শিডিউল বিপর্যয় ও মানুষের চাপকে সামনে রেখে দুটি ট্রেনের যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিন্তু আধঘণ্টা না পেরোতেই একটি ফোনকলে বদলে গেল সিদ্ধান্ত। বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে তিনি সাংবাদিকদের জানান, কোনো ট্রেনের যাত্রা বাতিল হচ্ছে না।
এএজে/জেডএস