রাজারবাগে আইজিপির ঈদের নামাজ আদায়

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ রোববার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
ঈদের জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ ও বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি, দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে আইজিপি পুলিশ কর্মকর্তা, সদস্য ও মুসল্লিগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
জেইউ/এমএআর