ডিএসসিসির ৫৮ ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৮টি ওয়ার্ড থেকে দ্বিতীয় দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। সোমবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টায় ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।
আবু নাছের বলেন, ডিএসসিসি ৫৮টি ওয়ার্ড থেকে দ্বিতীয় দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো, ১-৫, ৯-১৪, ১৮-২১, ২৩-৩২, ৩৪, ৩৬-৪১, ৪৩, ৪৬, ৪৮, ৪৯, ৫১-৬৪, ৬৬, ৬৭, ৬৯-৭৩ ও ৭৫।
তিনি বলেন, উত্তর শাহজাহানপুর, রহমতগঞ্জ ও শ্যামপুর কদমতলী পশুর হাট হতে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন পশুর হাট থেকে ৯৮ শতাংশ এবং ধোলাইখাল পশুর হাট থেকে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। বাকি পশুর হাটগুলো থেকে গড়ে প্রায় ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, ৯ জুলাই রাত ১১টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্থাৎ গত ৪৩ ঘণ্টায় ২ হাজার ৯৯৭টি ট্রিপের মাধ্যমে মোট ১২ হাজার ৬৪২.৬৮ টন কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য অপসারণ ও মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তরপূর্বক অপসারণ করা হয়েছে।
এমএসি/এসকেডি