পল্টনে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেফতাররা হলেন- মো. শাওন মিয়া (২১) ও মো. বাপ্পি আহম্মেদ (২৮)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কায়সার রিজভী কোরায়েশী জানান, রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নয়াপল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।
তিনি বলেন, গ্রেফতাররা যশোর থেকে ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানীর পল্টন থানাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে।
অন্যদিকে ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতার প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।
রোববার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে ৩০ হাজার ৭ শ’ ২৮ পিস ইয়াবা, ১২৮ গ্রাম হেরোইন, ২ কেজি ৩৮৮ গ্রাম গাঁজা ও ১৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে পৃথক অভিযানে রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারররা হলেন- আব্দুল আজিজ (২২), মো. মারুফ (২৮) ও মোছা. বাতাসি বেগম (২৮)।
গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ জানান, শনিবার (১৯ ডিসেম্বর) খিলগাঁও থানার রামপুরা বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে কোতয়ালী জোনাল টিম।
তিনি আরও বলেন, গ্রেফতাররা দীর্ঘদীন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রি করছিল। খিলগাঁও থানায় তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেইউ/এইচকে