আবে স্মরণে দূতাবাসের শোক বইতে স্বাক্ষর ভারতীয় হাইকমিশনারের

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে ঢাকার জাপান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
বুধবার (১৩ জুলাই) শোক বইতে স্বাক্ষর করেন হাইকমিশনার।
হাইকমিশনার এক টুইট বার্তায় শোক বইতে স্বাক্ষরের দুটি ছবি পোস্ট করেছেন। তিনি ভারতের সঙ্গে জাপানের ভালো সম্পর্কের ক্ষেত্রে সদ্য প্রয়াত আবেকে স্মরণ করেন।
এর আগে মঙ্গলবার আবের মৃত্যুতে ঢাকার জাপান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
গত শুক্রবার জাপানের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে বিদ্ধ হন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। ওইদিন হাসপাতালে তিনি মারা যান। বন্ধুপ্রতীম দেশটির সাবেক প্রধানমন্ত্রী আবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার (৯ জুলাই) একদিনের শোক পালন করেছে বাংলাদেশ ও ভারত।
এনআই/জেডএস