গরম কমেছে, কাল কমবে আরও

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে এক ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সৈয়দপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শনিবার সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার (১৬ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য জানান। তিনি বলেন, গতকালের তুলনায় আজ দেশের তাপমাত্রা কমেছে এক ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল এ তাপমাত্রা আরও কমবে। কাল থেকে সিলেট বিভাগের প্রায় সব জায়গায়ই ধারাবাহিকভাবে বৃষ্টিপাত শুরু হবে। এতে করে সিলেটের তাপমাত্রা কাল থেকেই কমতে শুরু করবে।
মো. মনোয়ার হোসেন আরও বলেন, আপাতত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা খুব কম। বর্তমানে সারাদেশেই বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে। কালকের তাপমাত্রাও ৩৭ থেকে ৩৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। তবে তাপপ্রবাহ উঠে যাবে না। এতে করে গরমের অনুভূতি থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ও বাতাসের গতিবেগ যদি কম থাকে তাহলে পারদে যেই তাপমাত্রা রেকর্ড করা হয়, তার চেয়ে প্রায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস গরম বেশি অনুভূত হয়।
তিনি বলেন, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগসহ টাঙ্গাইল, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অফিস সন্ধ্যা ৬টার পূর্বাভাসে জানায়, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিম বঙ্গোপসাগরের উপকূলে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি সক্রিয়।
আবহাওয়া অফিস বলছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
এসআর/আরএইচ