ভুয়া কাগজে আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ নিতে গিয়ে ধরা

চট্টগ্রাম জেলা প্রশাসনের এল এ শাখা থেকে জালিয়াতির মাধ্যমে দুই কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৬০২ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে শাহ আলম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
রোববার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মাসুদ কামাল। তিনি বলেন, শাহ আলমকে পুলিশে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলায় দায়ের করা হচ্ছে।
তিনি আরও বলেন, মিরসরাই অর্থনৈতিক জোনের অধিগ্রহণ করা ৩ দশমিক ৫০ একর জমির কাগজপত্র জাল করে ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করেছিলেন শাহ আলম। এরপর তেমন যোগাযোগ করেননি। কিন্তু আজ দুপুরে একটি পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে এল.এ অফিসে আসেন তিনি। তখন তাকে জেলা প্রশাসক বরাবর আবেদন করতে বলি।
কীভাবে পাওয়ার অব অ্যাটর্নি পেয়েছেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মাসুদ কামাল তা জানতে চাইলে শাহ আলম কোনো সদুত্তর দিতে পারেননি। মাসুদ কামাল জানান, শাহ আলম তাকে একেকবার একেক কথা বলেন। একবার বলছেন এমনি পেয়েছেন, আবার বলছেন জমির মালিকরা আমেরিকা থাকেন, তাই টাকা তোলার জন্য তাকে দিয়েছে।
তবে জমির মালিকরা তার কোনো আত্মীয় নন বলেও জানান শাহ আলম। এরপর তাকে সন্দেহ হয় অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মাসুদ কামালের। তিনি বলেন, পরে বিষয়টি যাচাই করি এবং জমির মালিকদের সঙ্গে কথা বলি। তারা পাওয়ার অব অ্যাটর্নি দেননি বলে জানান। পরে প্রমাণিত হয় শাহ আলমের পাওয়ার অব অ্যাটর্নিটি ভুয়া। এরপর বিকেলে শাহ আলমকে আটক করা হয়। তাকে পুলিশে দেওয়া হয়। শাহ আলমের সঙ্গে কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
কেএম/আরএইচ