পদোন্নতির দাবিতে কৃষি ব্যাংক কর্মীদের আন্দোলন চলছে

পদোন্নতির দাবিতে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটররা।
সোমবার (২১ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করছেন পদোন্নতি বঞ্চিতরা। বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়নের ব্যানারে আজ টানা দ্বিতীয় দিন আন্দোলন করছেন কর্মীরা।
ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের গেটে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনকারীরা অবস্থান নেন। এসময় তারা ‘ডাটা এন্ট্রির পদোন্নতি দিতে হবে দিয়ে দাও। সমমান কর্মচারীদের পদোন্নতি দিতে হবে দিয়ে দাও এবং পরিদর্শক পদে পদোন্নতি দিয়ে দাও, ন্যায্য দাবি মেনে নাও। এক ব্যাংকে দুই নীতি চলে না চলবে না’ বলে স্লোগান দিতে থাকেন।
আন্দোরনকারীরা জানান, ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটর পদে ৩০৪ জন কৃষি ব্যাংকে নিয়োগ পান। তাদের চাকরির বয়স চার বছর হলেই পরিদর্শক পদে পদোন্নতি পাওয়ার কথা। অথচ দশ বছর পেরিয়ে গেলেও পদোন্নতিতো দূরের কথা উল্টো নিয়ম ভঙ্গ করে সেই পদ বিলুপ্ত করা হয়েছে।
তারা বলেন, ২০১৪ সালের নতুন অর্গানোগ্রামে পরিদর্শক পদটি বিলুপ্ত করা হয়। কিন্তু ২০০৮ সালের প্রবিধান এখনও আছে। তার আলোকে ডাটা এন্ট্রি অপারেটররা পদোন্নতি পেয়ে পরিদর্শ পদে যাবে। পরিদর্শক পদ থেকে পদোন্নতির পরই তা বিলুপ্ত হওয়ার কথা। এ বিষয়ে বারবার আবেদন করার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালবে বলেন জানান সিবিএ নেতারা।
কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মমিনুল হক বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক চাকরি প্রবিধানমালা ২০০৮, কৃষি ব্যাংক কর্মকর্তা কর্মচারী পদোন্নতি নীতিমালা ২০১২, কৃষি ব্যাংকের অর্গানোগ্রাম ২০১৪’র আলোকে পদোন্নতির দাবি জানাই।
তিনি জানান, এ বিষয়ে আবেদন করা হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেননি। তাই অবস্থান কর্মসূচিতে বঞ্চনার শিকার ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরতদের পদোন্নতি না দেওয়া পর্যন্ত বা নিদিষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।
জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০০৯ সালের অর্গানোগ্রাম অনুযায়ী ৩ হাজার ৯৯০টি পরিদর্শক পদ আছে। এ পদে ৭৫ শতাংশ অর্থাৎ ২ হাজার ৯৯৩টি সরাসরি ও ২৫ শতাংশ অর্থাৎ ৯৯৭টি পদ ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটর থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করার কথা। অথচ ২০০৯ সাল থেকে ৯৯৭টি পদ শূন্য পড়ে আছে। সব গ্রেডে পদোন্নতির ক্ষেত্রে নীতিমালা অনুসরণ করা হলেও ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটরদের পদোন্নতির ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি। ২০১৭ সালে ভুলক্রমে ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটরদের পরিদর্শক পদে পদোন্নতি না দিয়ে ৬২ জনকে ডাটা এন্ট্রি সুপারভাইজার পদে পদোন্নতি দেওয়া হয়। যা নীতিমালা পরিপন্থী।
এসআই/এইচকে