বাঁশখালীর জোড়া খুনের মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীর মনছুরিয়া বাজার এলাকায় জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান পলাতক আসামি ইসমাইলকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৮ জুলাই) চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার তুলাতুলি রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ২০২১ সালের ২০ অক্টোবর বাঁশখালীর মনছুরিয়া বাজার এলাকায় বসতবাড়ির পানি নিষ্কাশনের পাইপ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এসময় আসামিরা আব্দুল খালেক এবং তার ভাতিজা টিপু সুলতানকে ধারালো রাম দা এবং লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় নিহত ভিকটিম আব্দুল খালেকের মা বাদী হয়ে বাঁশখালী থানায় ১০ জনের নাম উল্লেখ এবং ৫/৬ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি বলেন, ঘটনার পর থেকে হত্যা মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তারে র্যাব ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মো. ইসমাইলকে বাকলিয়া থানার তুলাতুলী রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসমাইল জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় প্রধান আসামি।
ইসমাইলের বিরুদ্ধে বাঁশখালী থানায় নাশকতা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের আরও ২টি মামলা আছে বলেও জানান তিনি।
কেএম/জেডএস