রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৬

রাজধানীর কদমতলী, কলাবাগান ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সাত হাজার পিস ইয়াবা ও ৩৬০ বোতল ফেনসিডিলসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১৮ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
কদমতলী থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, সোমবার (১৮ জুলাই) রাতে কদমতলী থানার মাতুয়াইল এলাকার বাংলাদেশ শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রি করছে, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. নাসিরুল, মো. নূর নবী ও মো. কাওছার নামে তিন কারবারিকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তার আসামিরা কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করত। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা হয়েছে।
কলাবাগান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সোমবার (১৮ জুলাই) রাতে কলাবাগান থানার বীর উত্তম সিআর দত্ত রোডে আলম রেস্তোরাঁর সামনে এক মাদক কারবারি ইয়াবা বিক্রির করছে এমন তথ্যের সত্যতা যাচাইয়ে এসআই মো. শামীম হাজরার নেতৃত্বে একটি টিমকে রাত ১২টার দিকে ওই এলাকায় বিশেষ অভিযানে পাঠানো হয়। অভিযানে বিক্রির সময় ৩০০০ পিস ইয়াবাসহ শাহ আলম নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। কলাবাগান থানায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৩৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেপ্তাররা হলেন, মো. শরীফ ও মো. ইউনুস ওরফে সিহাব।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম জানান, সোমবার (১৮ জুলাই) রাত পৌনে ৯টার দিকে যাত্রাবাড়ী থানার উত্তর দনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের ফেনসিডিলসহ গ্রেপ্তার করে গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
তিনি বলেন, গ্রেপ্তাররা কুমিল্লা থেকে মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করত। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
জেইউ/এসকেডি