গণস্বাস্থ্য নগর হাসপাতালে অভিযান

২৪ বছরের বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অভিযান পরিচালনা চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার (২০ জুলাই) দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
অভিযান প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৯৮-৯৯ অর্থবছর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে না গণস্বাস্থ্য নগর হাসপাতাল।
দীর্ঘ ২৪ বছরে হোল্ডিং ট্যাক্সের বকেয়া জমেছে ২ কোটি ৪০ লাখ ২৩ হাজার ১১০ টাকা। বারবার তাগিদ দিয়েও পাওনা আদায়ে ব্যর্থ হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। শেষ পর্যন্ত বকেয়া আদায়ে অভিযান চালানো হয়েছে।
অভিযান প্রসঙ্গে সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, অভিযানের এক পর্যায়ে কর্তৃপক্ষ ১০ লাখ টাকার চেক দেয় এবং বকেয়ার বাকি অর্থ মেয়রের সঙ্গে আলাপ-আলোচনা করে পরিশোধ করার অঙ্গীকার করে।
অভিযানকালে অন্যান্যের মধ্যে ছিলেন করপোরেশনের উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো. শাহজাহান আলী, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বাবুলসহ আরও অনেকে।
এএসএস/আরএইচ