রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক

রাজধানীর পল্টনে যাওয়ার সময় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন আব্দুল আউয়াল (৩১) নামের এক যুবক। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পাকস্থলী পরিষ্কার করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেছেন চিকিৎসক।
অচেতন ব্যক্তির ভাই ওবায়দুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই আব্দুল্লাহপুরের একটি কোম্পানিতে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করেন। তিনি পল্টন যাওয়ার পথে গাড়িতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তারা কৌশলে কিছু খাইয়ে তার কাছে থাকা স্মার্টফোন ও টাকা নিয়ে চলে যায়।
পরে বাস থেকে নামলে কয়েকজন লোক তার পরিস্থিতি দেখে একটি দোকানে বসিয়ে রেখে আমাদেরকে খবর দিলে আমরা পল্টন এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে পাকস্থলী পরিষ্কার করে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
তিনি আরও বলেন, আমার ভাই আব্দুল্লাহপুর এলাকায় থাকতেন। আমাদের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার চৌধুরী পাড়া গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএএ/ওএফ