মতিঝিলে এসি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

রাজধানীর মতিঝিলে আরামবাগ ক্লাবের ছাদে এসি মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাকিব (১৮) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাকিবের সহকর্মী মাসুম ঢাকা পোস্টকে বলেন, রাতে আরামবাগ ক্লাবের ছাদে এসি মেরামত করতে যাই। এসি মেরামত করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে সাকিব। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সে আরও জানায়, নিহত সাকিবের বাড়ি কুমিল্লা জেলায়।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টির মতিঝিল থানাকে জানানো হয়েছে।
এসএএ/আইএসএইচ