মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাত

রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বটতলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. কাওসার (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। কাওসার মিরপুরে একটি কলেজে অনার্সের প্রথম বর্ষের ছাত্র।
সোমবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত কাওসারের বাবা মানিক মিয়া ঢাকা পোস্টকে বলেন, দুপুরে কয়েকজন দুর্বৃত্ত আমার ছেলেকে ছুরি দিয়ে এলোপাতাড়ি জখম করে রায়েরবাজার বটতলা এলাকায় রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
তিনি আরো বলেন, আমার ছেলে মিরপুরে একটি কলেজে অনার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী। তবে আমার ছেলেকে যারা কুপিয়েছে তাদের সঙ্গে পূর্ব কোনো শত্রুতা থাকতে পারে, অথবা অন্য কোনো ঘটনা আছে কি না সে বিষয়ে এখনো সে কিছু বলেনি। যারা কুপিয়েছে তাদের নাম সে জানে না, তবে দেখলে চিনতে পারবে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ঢাকা পোস্টকে বলেন, মোহাম্মদপুর থেকে ছুরিকাঘাতে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ছুরিকাঘাতের একটি ঘটনা ঘটেছে। প্রথমে আমরা কাওসার নামে একজনের আহতের খবর পাই। পরে রাজু আহমেদ রাজ ও নাজমুল হাসান নামে দুজন থানায় আসে। এদের মধ্যে রাজু আহমেদ রাজ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে থানায় মামলা করার জন্য এসেছে। রাজু আহমেদ রাজ ও নাজমুল হাসান দুজনই আমাদের থানায় আছে। কাওসার নামে আরেকজন ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন আছে। তার পরিবার থানায় এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি সিগারেট খাওয়া নিয়ে এই ঘটনাটি ঘটেছে। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে।
এসএএ/জেডএস