অবৈধ সম্পদ : গোল্ডেন মনিরের সহযোগীর বিরুদ্ধে মামলা অনুমোদন

আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের ঘনিষ্ট বন্ধু ও গ্র্যান্ড জমজম টাওয়ার লিমিটেডের চেয়ারম্যান হায়দার আলীর বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুদকের প্রধান কার্যালয় থেকে তার বিরুদ্ধে মামলা অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন। দুদকের উপপরিচালক মামুনুর রশিদ চৌধুরী এ বিষয়ে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দুদক সচিব বলেন, আসামি অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাতআয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৬৭ লাখ ১৫ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। দুদকের অনুসন্ধানে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।
গত ৯ জুলাই প্রায় ২২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে মামলা করে দুদক।
এছাড়া ৪ জানুয়ারি বাড্ডার ডিআইটি প্রকল্পের প্লটসহ বিভিন্ন জমি আত্মসাতের চেষ্টা ও নথি গায়েবের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ছয় কর্মকর্তা-কর্মচারী ও গোল্ডেন মনিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলার ৬ আসামি হলেন- রাজউকের উপ-পরিচালক মো. দিদারুল আলম, অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন শরীফ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আনোয়ার হোসেন, ঊর্ধ্বতন হিসাব সহকারী এস এম তৌহিদুল ইসলাম, কার্য তদারককারী কর্মকর্তা মো. আলাউদ্দিন সরকার ও রাজউক অফিস সহায়ক মো. পারভেজ চৌধুরী।
মামলার অপর ৩ আসামি হলেন অটো কার সিলেকশনের মালিক মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনির এবং জমির দালাল সিরাজগঞ্জের মোহাম্মদ আলী জিন্নাহ ও নারায়ণগঞ্জের মো. নাসির উদ্দিন খান।
আরএম/জেডএস