যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় এক নারীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় পিকআপে ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।
ওই নারীকে উদ্ধার করে নিয়ে আসা রিফাত নামে এক লেগুনা চালক ঢাকা পোস্টকে বলেন, যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় ইউটার্ন নেওয়ার সময় এক পিকআপের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে আমি তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
তিনি আরও জানান, ঘটনার পরই পিকআপ নিয়ে চালক পালিয়ে গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এসএএ/আইএসএইচ