চট্টগ্রামে ৮ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামের কোতোয়ালী থানার জমিয়াতুল ফালাহ মসজিদের মেইন গেইট এলাকা থেকে ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮টি ছোরা উদ্ধার করা হয়েছে।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- মো. দেলোয়ার হোসেন (২৩), মো. সোহেল (৩০), আরমান হোসেন (১৯), মো. করিম (১৯), মো. খোকন (৩৫), শাহীন মোহাম্মদ ওমর ফারুক (২০), মো. রুবেল (২৩) ও মো. জাবেদ হোসেন জাহিদ।
কোতয়ালী থানার এসআই মো. মোমিনুল হাসান জানান , গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ডাকাত দল জমিয়াতুল ফালাহ মসজিদের মেইন গেইটের পাশে পরিত্যক্ত ঘরে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর অভিযান চালিয়ে ৮ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮টি ছোরা জব্দ করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার দেলোয়ারের বিরুদ্ধে ৬টি মামলা আছে। এছাড়া সোহেলের বিরুদ্ধে ২টি, রুবেলের বিরুদ্ধে ১টি ও জাবেদ হোসেন জাহিদের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।
কেএম/এনএফ