রাষ্ট্রপতির কাছে গ্রিসের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নবনিযুক্ত গ্রিসের অনাবাসিক রাষ্ট্রদূত ডিনয়সিওস কেভিটস রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তিনি পরিচয়পত্র পেশ করেন।
নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও গ্রিসের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে ঢাকায় গ্রিসের আবাসিক মিশন চালু করা খুবই গুরুত্বপূর্ণ বলে রাষ্ট্রদূতকে তিনি অভিহিত করেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, গ্রিস সরকার এ ব্যাপারে শিগগিরই ইতিবাচক পদক্ষেপ নেবে।
আবদুল হামিদ বলেন, প্রাচীন গ্রিক সভ্যতা ও গ্রিসের ঐতিহ্য-সংস্কৃতি সম্পর্কে জানতে বাংলাদেশের জনগণ অনেক আগ্রহী। রাষ্ট্রপতি বলেন, গ্রিসে অনেক প্রবাসী বাংলাদেশি কাজ করছে এবং এর মাধ্যমে তারা দুই দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
রোহিঙ্গা সমস্যার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, গ্রিসসহ আন্তর্জাতিক সম্প্রদায় এ সমস্যার সমাধানে সর্বাত্মক প্রয়াস নেবে।
নবনিযুক্ত রাষ্ট্রদূত ডিনয়সিওস কেভিটস বলেন, তার দেশ বাংলাদেশে আবাসিক মিশন খুলতে আগ্রহী এবং এ ব্যাপারে শিগগিরই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি করোনা মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন। নবনিযুক্ত গ্রিস রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
এনআই/এসএসএইচ