উত্তরা ১৮ নম্বর সেক্টরে ফ্ল্যাট বরাদ্দ আবেদনের সময় বাড়াল রাজউক

উত্তরা ১৮ নম্বর সেক্টরে অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকের ফ্ল্যাট বরাদ্দের আবেদনের সময় বাড়িয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
শুক্রবার (২৯ জুলাই) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রোটকল) শামীমা মোমেন এ বিষয়ে একটি জনবিজ্ঞপ্তি জারি করেছেন।
শামীমা মোমেন জানিয়েছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে নির্মাণাধীন গ্রস ১ হাজার ৬৫৪ বর্গফুট আয়তনের অবশিষ্ট ফ্ল্যাট বরাদ্দের জন্য আগ্রহী ব্যক্তিদের নিকট থেকে পুনরায় আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী ব্যক্তিরা আগামী ৩১ আগস্টের মধ্যে দুই হাজার টাকা মূল্যের আবেদন ফরম ও প্রসপেক্টাস ক্রয় করে ফ্ল্যাট বরাদ্দ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।
রাজউক সূত্রে জানা গেছে, গ্রাহকরা আবেদন ফরম এবং প্রসপেক্টাস জনতা ব্যাংক রাজউক ভবন কর্পোরেট শাখা,সোনালী ব্যাংক রাজউক ভবন শাখা, অগ্রণী ব্যাংক রাজউক ভবন শাখা, এক্সিম ব্যাংক পল্টন শাখা, ইস্টার্ন ব্যাংক দিলকুশা শাখা এবং ব্যাংক এশিয়ার প্রিন্সিপাল ব্রাঞ্চ থেকে সংগ্রহ করতে পারবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য রাজউকের ওয়েবসাইট অথবা প্রধান কার্যালয়ের এনেক্স ভবন (কক্ষ নং-৫১৯), উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের (এস্টেট) শাখা হতে জানা যাবে। পাশাপাশি প্রয়োজনে হেল্প লাইন 01730013945 নম্বরে যোগাযোগ করেও সব তথ্য জানা যাবে।
এএসএস/আইএসএইচ