অধ্যাপক পান্না কায়সারকে সংবর্ধনা দিল খেলাঘর

মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়ায় জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সারকে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৩০ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে খেলাঘর ঢাকা মহানগর কমিটির আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রথমে খেলাঘরের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান সংগঠনের নেতাকর্মী ও ভাইবোনরা। পরে খেলাঘরের ভাইবোনদের পরিবেশনায় গান,নাচ ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।
শহীদ শহিদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার বলেন, আমার স্বপ্ন মুক্তিযুদ্ধের চেতনায় বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা। সে লক্ষ্যে আরও বেশি বেশি কাজ করে যাব। আগামী প্রজন্মকে যদি অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলা যায়, তাহলে ২০৪১ সালে বাংলাদেশ হবে ঠিক অন্যরকম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা, প্রেসিডিয়াম সদস্য মামুন মোর্শেদ, আব্দুল মতিন ভুঁইয়া, শমী কায়সার, হান্নান চৌধুরী, শরীফ আহমেদ, আব্দুল মান্নান, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কমিটির সভাপতি শ্যামল দত্ত।
আইবি/আরএইচ