পাগলা মলমে বাসের যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুট করতো তারা

রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন- মো. বাবু, মো. নুর আলম, মো. আল আমিন, মো. লোকমান, নজরুল ইসলাম ভূইয়া, মো. রাহাত ও মো. রুবেল।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত ৫টি স্প্রে, ২টি জাম-বাক (Zam-bak), ৬টি পাগলা মলম, ২টি গুল, ৪ প্যাকেট মরিচের গুঁড়া ও ৫০টি এপিট্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (৩০ জুলাই) রাতে রাজধানীর হাজারীবাগ থানার জেএম এক্সপ্রেস ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশনের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম।
গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী ঢাকা পোস্টকে বলেন, কয়েকজন ব্যক্তি হাজারীবাগ থানার জেএম এক্সপ্রেস ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশনের সামনে পাকা রাস্তার উপর বাসে চলাচল যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে অবস্থান করছে, এমন খবরে তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এডিসি ফজলে এলাহী বলেন, গ্রেপ্তাররা অজ্ঞান করার কাজে ব্যবহৃত স্প্রে, মলম ও মরিচের গুঁড়া নিয়ে ঢাকার বিভিন্ন এলাকার যাত্রীবাহী বাসে ওঠে। পরে সুযোগ বুঝে নিরীহ জনগণকে অজ্ঞান করে তাদের সর্বস্ব লুট করে নেয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
হাজারীবাগ থানায় দায়ের করা মামলায় আজ তাদের আদালতে সোপর্দ করা হয়।
জেইউ/জেডএস