মিরপুরে লেগুনায় বাসের ধাক্কা : আরও একজনের মৃত্যু

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাসের ধাক্কায় লেগুনার আহত যাত্রী মিলন গাজী (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনে জনে দাঁড়াল।
রোববার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মিলন গাজীর চাচাতো ভাই মাহিম গাজী ঢাকা পোস্টকে বলেন, রোববার দুপুরে বাস ও লেগুনা সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন মিলন। প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মাহিম বলেন, প্রথমে বিষয়টি জানতে পারিনি। পরে শুনি তিনি আহত হয়ে ঢাকা মেডিকেলে আছেন। তিনি রডের কাজ করতেন। বর্তমানে সাভারে থাকতেন। আমাদের বাড়ি ঝালকাঠির সদর থানায়।
মৃত্যুর বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন।
রোববার দুপুর ২টার দিকে বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর এক লেগুনাযাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত আরেকজন মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
এসএএ/ওএফ