তাপমাত্রা আরও বাড়বে

ফাল্গুন মাসের শুরু থেকেই বাড়ছে তাপমাত্রা। দেশের দু’এক জায়গা ছাড়া প্রায় সব জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠেছে। তাপমাত্রার উর্ধ্বমুখী এ পারদ আগামী কয়েকদিনে আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, চলতি সপ্তাহে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। একাধিক জায়গায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঠেকতে পারে।
আগামী ২৪ ঘণ্টার (সকাল ৯টা থেকে) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থাতেও রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারতে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর। ভোরের দিকে সারাদেশে হালকা কুয়াশা পড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টা পর্যন্ত ঢাকা বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। আর বাতাসের গতি ও দিক ছিল উত্তর পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কি.মি.।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
একে/জেডএস