সেই মহানগর প্রভাতীতে কাটা পড়ে যুবকের মৃত্যু

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট ২০২২, ০৯:৪৩ পিএম


সেই মহানগর প্রভাতীতে কাটা পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই রেলস্টেশন থেকে কিছু দূরে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. মামুন মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন মিয়া চট্টগ্রামের মিরসরাই উপজেলার শরিয়তপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে। মামুন পেশায় অটোরিকশা চালক ছিলেন।  

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় মামুন রেললাইন দিয়ে হাঁটছিলেন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।  

কেএম/জেডএস

Link copied