টেলিটক ও বিএসসিসিএলে নতুন এমডি

এ. কে. এম. হাবিবুর রহমানকে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং মো. সাহাবুদ্দিনকে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) এমডি হিসেবে নিযুক্ত করেছে সরকার।
বৃহস্পতিবার (৪ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক আদেশে বিসিএস (টেলিকম.) ক্যাডারের এ দুই কর্মকর্তাকে দুই পদে বদলি করা হয়।
তারা দুজনই টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাব্যবস্থাপক (প্রকৌশল) হিসেবে কর্মরত। প্রেষণে টেলিটক ও বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন তারা।
হাবিবুর রহমান বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। মো. সাহাবুদ্দিন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এসআর/আরএইচ