রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার

রাজধানীর মগবাজার এলাকায় ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় গ্যাসের বিতরণ লাইন এবং সার্ভিস লাইন স্থানান্তরের কাজ করা হবে। এ জন্য বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ১০ ঘণ্টায় মগবাজার ও আশপাশের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মগবাজার এলাকার ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অভ্যন্তরে তিতাস গ্যাসের বিতরণ লাইন এবং সার্ভিস লাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- মগবাজার তালতলা গলি, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ এবং এর আশপাশের এলাকা।
এএসএস/এফআর