দাউদকান্দি ব্রিজের নিচে ইউলুপ নির্মাণ হবে

কুমিল্লার গোমতী সেতুর দাউদকান্দি অংশে ব্রিজের নিচ দিয়ে যানবাহন চলাচলের জন্য ইউলুপ নির্মাণ নির্মাণ করা হবে। সম্প্রতি মহাসড়ক বিভাগ ইউলুপটি নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অনুমোদন পাওয়া ২০২২-২৩ অর্থবছরের সব সড়ক জোনের পিএমপি (সড়ক-মেজর) কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে।
ইউলুপটির দৈর্ঘ্য হবে ১ দশমিক ৮৬ কিলোমিটার। এটি নির্মাণে খরচ হবে ১৬ কোটি ১০ লাখ টাকা। বাস্তবায়ন করবে মহাসড়ক বিভাগ।
গত ফেব্রুয়ারিতে সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ইউলুপ নির্মাণে চিঠি দিয়েছিলেন।
চিঠিতে তিনি জানান, আমার নির্বাচনী এলাকা-২৪৯, কুমিল্লা-১ এর দাউদকান্দি উপজেলা একটি বর্ধিষ্ণু এলাকা। চট্টগ্রাম বিভাগের প্রবেশদ্বার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় বাংলাদেশের যোগাযোগ খাতে অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন ও দ্বিতীয় কাঁচপুর, মেঘনা-গোমতী সেতু চালুর মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম রোড হয়েছে নিরবচ্ছিন্ন। যোগাযোগমন্ত্রীর নির্দেশনায় এ মহাসড়কে থ্রি হুইলার, সিএনজি অটোরিকশা ও ভটভটি চলাচল বন্ধের সিদ্ধান্ত শতভাগ বাস্তবায়িত হয়েছে। কুমিল্লা-১ এর অন্তর্ভুক্ত।
চিঠিতে তিনি আরও জানান, দাউদকান্দি অর্থনৈতিক ও ভৌগোলিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপজেলা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এ উপজেলাকে উত্তর-দক্ষিণে ভাগ করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর পূর্ব প্রান্ত দাউদকান্দি টোল প্লাজা সংলগ্ন বলদাখাল থেকে শ্রীরায়েরচর মতলব-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কাজ চলমান।
দক্ষিণাঞ্চলের ব্যবসা ও অর্থনৈতিক কার্যক্রম মূলত দাউদকান্দি বাজারকে ঘিরে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পৃথক ডিভাইডারের কারণে একপাশের থ্রি হুইলার, সিএনজি, অটোরিকশা ও ভটভটি রাস্তা পার হতে পারে না। চাঁদপুর-মতলব থেকে চট্টগ্রামগামী যানবাহন রাস্তা পার হতে মহাসড়কে উঠতে দীর্ঘ যানজটের কবলে পড়তে হয়।
এ ছাড়া, দাউদকান্দি টোল প্লাজা সংলগ্ন স্থানে বালু, কয়লা ও পাথর ব্যবসা চলমান যা দিয়ে কয়েকটি জেলায় মালামাল পাঠায়। ফলে স্থানীয় ব্যবসায়ী, প্রান্তিক কৃষক, ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণ ব্যাপক ভোগান্তি ও ক্ষতির সম্মুখীন হচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা গোমতী সেতুর দাউদকান্দি অংশে ব্রিজের নিচ দিয়ে যানবাহন চলাচলের জন্য ইউলুপ নির্মাণ অত্যন্ত প্রয়োজন। এমতাবস্থায়, জনদুর্ভোগ নিরসনে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর দাউদকান্দি অংশে ব্রিজের নিচ দিয়ে যানবাহন চলাচলের জন্য ইউলুপ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা ও সহযোগিতা কামনা করছি।
এসআর/আরএইচ