বাকলিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাকলিয়া থানার ফইল্যারপুল চাক্তাই খালে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৭ আগস্ট) বিকেলে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। তিনি বলেন, চাক্তাই খালে একটি মরদেহ ভাসতে দেখে বাকলিয়া থানা পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতপরিচয় ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, মরদেহের কপালে রক্তাক্ত কাটা দাগ দেখা গেছে এবং মরদেহ ফোলা ও পচন ধরেছে। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।
ওসি আব্দুর রহিম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেএম/এসএসএইচ