শ্যামপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ চারজন শেখ হাসিনা বার্নে

রাজধানীর শ্যামপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৯ আগস্ট ) রাত সাড়ে ৯টার দিকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন, আকাইদ (২০), রতন (৩৫), রনি (২৯) ও সুনীল।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.এস এম আইউব হোসেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ চারজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। কার কত শতাংশ দগ্ধ হয়েছে এ বিষয়ে পরে জানানো হবে।
এসএএ/এসকেডি