হলিক্রস শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর তেজগাঁও এলাকার একটি বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় শেরে-বাংলা নগর থানার এসআই নুরুজ্জামান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তরুণীর নাম তৃণা মারিয়া ম্যান্ডেজ (১৮)। সে হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তরুণী নিজের কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এসআই জানান, মেয়েটির মায়ের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি সে পড়াশোনায় দুর্বল ছিল। পড়ালেখা নিয়ে তাকে পরিবারের পক্ষ থেকে প্রায়ই চাপ দেওয়া হতো। তবে ঠিক কী কারণে সে আত্মহত্যা করেছে এবং এর পেছনে কী কারণ রয়েছে তা আমরা জানি না। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
শেরে-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এমএসি/এফআর/এসএসএইচ