প্রাইভেটকারে ফেন্সিডিলের চালান, কারবারি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৯০১ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১০ আগস্ট) র্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবির সোয়েব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ আগস্ট) র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ রাশেদ মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে ৯০১ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাশেদ জানায়, বেশ কিছুদিন যাবত যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন তিনি। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলাও হয়েছে।
জেইউ/এনএফ