চিরনিদ্রায় শায়িত হলেন লে. কর্নেল ইসমাইল

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট ২০২২, ০৩:৩৪ পিএম


অডিও শুনুন

র‍্যাবের এয়ার উইংয়ের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ২টা ৫৪ মিনিটে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এসময় র‍্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, নিহত ইসমাইলের পরিবারসহ র‍্যাব ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দাফন শেষে কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন র‍্যাব ডিজিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

dhaka post

এর আগে দুপুরে বনানী সামরিক কবরস্থানে ইসমাইল হোসেনের মরদেহ নিয়ে আসা হলে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে সশস্ত্র সালাম জানায়।

আজ সকালে র‍্যাব সদর দপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন, স্বরাষ্ট্র মন্ত্রণায়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, র‍্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, নিহত ইসমাইলের পরিবারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও র‍্যাব সদস্যরা।

dhaka post

এর আগে সকালে কর্নেল ইসমাইলের নিথর মরদেহ র‍্যাব সদর দপ্তরে আনা হয়। মরদেহটি র‍্যাব সদস্যদের স্মৃতিতে নির্মিত ‘প্রেরণা ধারায়’ রাখা হয়। সেখানে আইজিপি ও র‍্যাব ডিজি, ঊর্ধ্বতন কর্মকর্তারা মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়।

বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটে লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের মরদেহ দেশে আনা হয়। র‍্যাব প্রধান নিহতের মরদেহ বুঝে নেন।

একইদিন রাতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তার নিজ এলাকা রাজধানীর কালশীর বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে।

এমএসি/এমএইচএস

Link copied