টেকসই উন্নয়নে কর্মক্ষেত্রে যুবকদের অংশগ্রহণ বাড়াতে হবে

জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ করেছে ঢাকাবাসী নামের একটি সংগঠন। তারা বলছে, টেকসই উন্নয়নে কর্মক্ষেত্রে যুবকদের অংশগ্রহণ বাড়াতে হবে। যুবকরাই দেশের সবচেয়ে কর্মক্ষম জনগোষ্ঠী।
শুক্রবার (১২ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে র্যালি করে সংগঠনটি। র্যালিটি শিশু একাডেমি হয়ে জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়।
ঢাকাবাসী সংগঠনের সভাপতি মো. শুকুর সালেক বলেন, এবছর আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য বিষয় : আন্ত:প্রজন্ম সংহতি সকল বয়সীদের জন্য একটি বিশ্ব তৈরি করা। সমাজের সব স্তরের লোকদের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন প্রক্রিয়ায় অংশগ্রহণ করাতে হবে।
আরও পড়ুন : নারী চিকিৎসকের মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার
জাতিসংঘের এই টেকসই উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীকে রক্ষা করা যেন ২০৩০ সালের মধ্যে মানুষ শান্তি এবং সমৃদ্ধশীল সমাজে বসবাস করতে পারে। যুবরাই দেশের ভবিষ্যৎ। তারাই দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুবরাই দেশের সবচেয়ে কর্মক্ষম জনগোষ্ঠী। তাই টেকসই উন্নয়নে যুবকদের অংশগ্রহণ বাড়াতে হবে।
ঢাকাবাসী সংগঠনের সভাপতি মো. শুকুর সালেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় যুব সংগঠন ফেডারেশনের সভাপতি দুলাল বিশ্বাস, মৈত্রী সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মাকসুদ আহম্মেদ চৌধুরী, সুনামগঞ্জের আহমেদাবাগ যুব সংঘের সভাপতি মোকাম্মেল চৌধুরী মেনন, সিরাজগঞ্জের যমুনা সাইন্সকাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রুস্তম, আগামী বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি ওমর ফারুক সম্রাট, ঢাকা ফাউন্ডেশনের সভাপতি মনির হোসেন মন্টু, ঢাকা ইয়ুথ সার্কেল ওয়েলফেয়ার অরগানাইজেশনের সভাপতি মো. আরফাত হোসেন প্রমুখ।
আইবি/এসএসএইচ