চার উপজেলা নির্বাচনে ম্যাজিস্ট্রেট নিয়োগ

আসছে ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌর নির্বাচনের পাশাপাশি এদিন চারটি উপজেলা নির্বাচনেরও ভোট গ্রহণ হবে। উপজেলা নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতিমধ্যে চারজন জুডিশিয়াল সার্ভিসের ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব (আইন) আফরোজা শিউলী জানান, উপজেলা নির্বাচনের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ৮৪ক তে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চারজন কর্মকর্তা ভোট গ্রহণের আগের দুইদিন, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরের দুইদিন মোট পাঁচদিনের জন্য দায়িত্ব পালন করবেন। নিয়োগ পাওয়া সবাই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ম্যাজিস্ট্রেটদেরও দায়িত্ব দেওয়া হয়ে থাকে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় এম এ আজহারুল ইসলাম, ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় তরুন বাছাড়, রাজশাহী জেলার পবা উপজেলায় মো. সাইফুল ইসলাম এবং কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় মোহাম্মদ শামছুর রহমানকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করার সময় কোনো নির্বাচনী অপরাধ বিচারের আওতায় নিলে সে প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিবের (আইন) মেইলের মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এসআর/এমএইচএস