চা বোর্ডে জাতীয় শোক দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয়।
দিবসটি উপলক্ষে বোর্ডের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের স্মরণে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জাতির পিতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা, বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা।
শোক দিবস উপলক্ষে জাতির পিতার জীবন ও কর্মের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম। তিনি বলেন, ১৯৫৭ সালের ৪ জুন থেকে ১৯৫৮ সালের ২৩ অক্টোবর পর্যন্ত বঙ্গবন্ধু চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। চা শিল্পের উন্নয়নে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদান রয়েছে।
বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, জাতির পিতার আদর্শকে ধারণ করে কর্মক্ষেত্রে প্রত্যেকের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে পালন করতে হবে।
বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মাদ রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, উপ-পরিচালক (পরিকল্পনা) মুনির আহমদসহ বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
এমএইচএস
