যে কারণে ৪ ট্রেনের যাত্রা বাতিল

ঢাকা থেকে উত্তরবঙ্গ চলাচলকারী চারটি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেন চারটি হচ্ছে সিল্কসিটি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস। যাত্রা বাতিল হওয়া ট্রেন চারটির যাত্রীদের স্টেশনের কাউন্টারে টিকিট ফেরত দিয়ে সমপরিমাণ টাকা বুঝে নিতেও বলেছে কর্তৃপক্ষ।
সোমবার (১৫ আগস্ট) সকালে এ ট্রেনগুলোর যাত্রা বাতিল করা হয়। ট্রেনগুলোর মধ্যে সিল্কসিটি এক্সপ্রেসের ঢাকা ছাড়ার কথা ছিল দুপুর ২টা ৪৫ মিনিটে, বেনাপোল এক্সপ্রেসের সকাল ১১টা ১৫ মিনিটে, পঞ্চগড় এক্সপ্রেসের সকাল ১০টা ৪৫ মিনিটে এবং কুড়িগ্রাম এক্সপ্রেসের ঢাকা ছাড়ার কথা ছিল সকাল ৮টা ৪৫ মিনিটে।
আরও পড়ুন : গাজীপুরে দ্রুতযানের ৪ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
যাত্রা বাতিলের বিষয়ে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার ঢাকা পোস্টকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয় গত রাতে। গাজীপুরের ধীরাশ্রম রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তার ইমপ্যাক্ট পড়েছে আজকের ট্রেনগুলোতে। সকাল ৮টার দিকে সেখানের মিটারগেজ লাইন চালু হয়েছে ব্রডগেজ লাইন চালু হয়নি। ওই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রডগেজ লাইন। সেটা ঠিক করতে সকাল ১০টা বেজে গেছে।
তিনি বলেন, তারপর ১১টার দিকে ঢাকা থেকে যে ট্রেন ছিল, সেটি চালিয়ে পরীক্ষা করেছি। কিছুক্ষণ আগে রাজশাহী থেকে ঢাকার দিকে আসার ট্রেনগুলোর যাত্রা শুরু হয়েছে। প্রথমে গিয়েছে বেনাপোল এক্সপ্রেস। এরপর যাচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস। সবই এক লাইনে দাঁড়িয়ে ছিল। এই ট্রেনগুলো এইমাত্র ঢাকায় ঢুকতে শুরু করেছে। যার কারণেই এই যাত্রা বাতিল করা হয়েছে। যে ট্রেনগুলো আগেই ঢাকায় পৌঁছার কথা ছিল, দুর্ঘটনার কারণে এগুলো এখনও স্টেশনে পৌঁছাতে পারেনি। যেহেতু সিডিউল মিস হয়ে গেছে, এজন্য আমরা হিসাব করে ৪টা ট্রেনের আজকের যাত্রা বাতিল করেছি।
এর আগে রোববার (১৪ আগস্ট) রাত সোয়া নয়টার দিকে গাজীপুরে ধীরাশ্রম স্টেশন এলাকায় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের চার বগি লাইনচ্যুত হয়। পঞ্চগড় অভিমুখী ট্রেনটির মাঝখান থেকে চারটি বগি (ঘ, ঙ, চ ও ছ) লাইনচ্যুত হয়ে পড়ে। এর মধ্যে ‘চ’ বগিটি বেশি কাত হয়ে পড়ে। বাকিগুলো আংশিক কাত হয়ে যায়।
এমএইচএন/আইএসএইচ