নতুন রাজনৈতিক দল ‘জনতার অধিকার পার্টি’র আত্মপ্রকাশ

সাতটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ‘জনতার অধিকার পার্টি’ নামে আত্মপ্রকাশ করেছে নতুন একটি রাজনৈতিক দল। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী নতুন এ দলকে অভিনন্দন জানিয়েছেন।
বুধবার (১৭ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে জনতার অধিকার পার্টি (পিআরপি) আত্মপ্রকাশ করে।
এ সময় দলটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন দলের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, জনতার অধিকার পার্টি জাতির সঙ্গে বেইমানি করবে না। দেশের মানুষের জন্য কাজ করে যাবে।
নতুন এই দলের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হলো- ১. ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ, ২. মুক্তিযুদ্ধ-স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ সংরক্ষণ,
৩. যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা, ৪. স্বল্পমূল্যে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ৫. জেলায় জেলায় শিল্প-কারখানা স্থাপন ও নতুন উদ্যোক্তা তৈরি করা, ৬. সার্বজনীন মানবতাবোধে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা এবং ৭. জাতীয়তাবাদ ও জাতীয় পতাকার সম্মান সবার ঊর্ধ্বে স্থাপন করা।
সংগঠনের চেয়ারম্যান মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব মোশাররফ হোসেনের সঞ্চলনায় আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণশক্তি আন্দোলনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ মো. তাহের, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস সচিব জাহাঙ্গীর আলম মিন্টু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের মন্ত্রীদের বাসায় কোনো লোডশেডিং নেই। এক মুহূর্তের জন্য তারা আরাম ছাড়তে রাজি নয়। তারা কি এমন লাট সাহেব হয়ে গেছেন। যেখানে দেশের মানুষ লোডশেডিংয়ে কষ্ট পাচ্ছে, সেখানে তারা ১-২ ঘণ্টা লোডশেডিং সহ্য করতে পারছে না।
তিনি বলেন, আজকে নির্বাচনের দিকে তাকিয়ে লাভ নেই। লড়াই করতে হবে। যতগুলো দল পারেন একত্রিত হয়ে এক মঞ্চে না হোক অন্তত যুগপৎ অভিন্ন আন্দোলন করতে হবে।
এসময় তিনি বলেন, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সব বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আন্দোলনের রূপরেখা নিয়ে আলাপ হবে।
আইবি/জেডএস