মাতুয়াইলে প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ আগস্ট ২০২২, ০৯:৪০ এএম


রাজধানীর মাতুয়াইলে টিনশেড প্যাকেজিং কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে সকাল ৭টা ৩৫ মিনিটে মাতুয়াইল কলেজ রোডের কোনাপাড়ার কারখানাটিতে আগুন লাগে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার ঢাকা পোস্টকে বলেন, আগুনের সংবাদ পেয়ে ৯ মিনিটের মধ্যে প্রথম অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও ৫টি ইউনিট যোগ দিয়ে কাজ করে।

তিনি বলেন, প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো সেখানে প্রচণ্ড ধোঁয়া রয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছেন।

এআর/জেডএস

Link copied